চাইতে পারো – ২

ব্যান্ড – অর্থহীন

চাইতে পারো – ২
চাইতে পারো আবার সেই জোছনা
ঘরের সিলিংয়ে সন্ধ্যাতারাটা,
চাইতে পারো সারারাত আর সারাদিন
হবে না যে কখনো আর লোডশেডিং।

চাইতে পারো আমার ঘাড়ে পা রেখে
আকাশটা ছোয়ার স্বপ্ন দেখতে,
চাইতে পারো শুনতে নতুন এক গান
করব না যেখানে তোমায় আর অপমান।
এক মুঠো গোলাপ আর ঐ নীল আকাশ
আকাশের ঐ চাঁদ অথবা এই রাত,
কান্না ভেজা চোখ, অথবা মিষ্টি হাসি
যতই দেখাও আমাকে পাবেনা কিছুই তুমি।
তোমার জন্য নয় আমার কোন কিছুই,

বলেছিলাম অনেক আগে ভুলে গেছ কি!

চাইতে পারো তুমি G-series থেকে
ফুয়াদ ফিচারিং আলবাম ছাড়তে,

চাইতে পারো চেষ্টা করে দেখতে

কে আছে আমার ফেসবুক ফ্রেন্ডলিস্টে।
চাইতে পারো তুমি হয়ে যেতে আজকে
FM চ্যানেলের হিট কোন RJ,
চাইতে পারো নতুন এক Deo স্প্রে

মনের দূর্গন্ধটা দূর করতে।
এক মুঠো গোলাপ আর ঐ নীল আকাশ
আকাশের ঐ চাঁদ অথবা এই রাত,
কান্না ভেজা চোখ অথবা মিষ্টি হাসি
যতই দেখাও আমাকে পাবেনা কিছুই তুমি।

তোমার জন্য নয় আমার কোন কিছুই,
বলেছিলাম অনেক আগে ভুলে গেছ কি!
এক মুঠো গোলাপ আর ঐ নীল আকাশ
আকাশের ঐ চাঁদ অথবা এই রাত,
কান্না ভেজা চোখ অথবা মিষ্টি হাসি
যতই দেখাও আমাকে পাবেনা কিছুই তুমি।

তোমার জন্য নয় আমার কোন কিছুই,
বলেছিলাম অনেক আগে ভুলে গেছ কি!
বৃষ্টি নেমেছে আজ আকাশ ভেঙে
বৃষ্টি নেমেছে আজ আকাশ ভেঙে
হাঁটছি আমি মেঠো পথে

মনের ক্যানভাসে ভাসছে তোমার ছবি
বহুদিন তোমায় দেখিনা যে।
তোমায় নিয়ে কত স্বপ্ন
আজ কোথায় হারাই
পুরানো গানটার সুর
আজ মোরে কাঁদায়।

তুমি তো দিয়েছিলে মোরে কৃষ্ণচূড়া ফুল
আমি তো বসে ছিলাম নিয়ে সেই গানের সুর
তুমি তো দিয়েছিলে মোরে কৃষ্ণচূড়া ফুল
চলে গেছো কোথায় আমায় ফেলে বহু দূর।
সাদাকালো জীবনের মাঝে রঙীন ছিলে তুমি শুধু
তোমায় নিয়ে লেখা কত কবিতায় দিয়েছি কত সুর
আজ আমার হাতোর মুঠোয় নেই যে তোমার হাত
ভোরের আলো ফুটবে কখন ভেবেছি কত রাত..
তুমি তো দিয়েছিলে মোরে কৃষ্ণচূড়া ফুল
আমি তো বসে ছিলাম নিয়ে সেই গানের সুর
তুমি তো দিয়েছিলে মোরে কৃষ্ণচূড়া ফুল
চলে গেছো কোথায় আমায় ফেলে বহু দূর।

যুদ্ধ শেষে আজ ঘরে ফিরে দেখি নেই তুমি যে পাশে
ভেবেছিলাম তুমি থাকবে দাড়িয়ে কৃষ্ণচূড়া ফুল হাতে
তবে কি যুদ্ধে গেলাম তোমায় হারাতে
এপিটাফে লেখাগুলো পড়ি ঝাপসা চোখে
আমি তো দিয়েছিলাম তোমায় কৃষ্ণচূড়া ফুল
তুমি তো গেয়েছিলে সেই নতুন গানের সুর
আমি তো দিয়েছিলাম তোমায় কৃষ্ণচূড়া ফুল
তবে কেন গেলাম আমি চলে তোমায় ফেলে বহু দূর।


অর্থহীন এর অসাধারন একটি গান…পড়ে দেখ ভাল লাগবে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *