তোমরা কেউ কি দিতে পারো প্রেমিকার ভালবাসা?
দুঃখ বিলাস(২০০২)
অ্যালবামঃ অনুশীলন,
লেখকঃ জর্জ লিংকন ডি কস্টা
তোমরা কেউ কি দিতে পারো প্রেমিকার ভালবাসা?
দেবে কি কেউ জীবনে উষ্ণতার সত্য আশা?
ভালবাসার আগে নিজেকে নিও বাজিয়ে,
আমার মনের মত নিও সাজিয়ে..
আমি বড় অসহায় অন্যপথে,
একটি নাটকই দেখি মহাকালের মঞ্চে।
ও আমায় ভালবাসেনি,
অসীম এ ভালবাসা ও বোঝেনি..
ও আমায় ভালবাসেনি,
অতল এ ভালবাসা তলিয়ে দেখেনি..
তোমরা কেউ কি করবে আমার জন্য অপেক্ষা?
ভালবাসবে শুধুই আমায়, করবে প্রতিজ্ঞা?
এত ভিড়েও আজও আমি একা, মনে শুধুই যে শুন্যতা..
আঁধারে যত ছড়াই আলো, সবই আঁধারে মিলায়।
ও যে কোথায় হারালো, ব্যাথা কাকে যে শুধাই?
[কথিত আছে যে আর্টসেলের ভোকাল ও গিটারিস্ট লিংকন তাঁর স্কুলজীবনে গানটি লিখেছিলেন তৎকালীন ব্যর্থ প্রেমের স্মৃতির উদ্দেশ্যে]