এই মেঘলা দিনে একলা

এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন >লিরিক্স >গৌরীপ্রসন্ন মজুমদার

এই মেঘলা দিনে একলা ঘরে থাকেনা তো মন

এই মেঘলা দিনে একলা

ঘরে থাকেনা তো মন

কাছে যাবো কবে পাবো

ওগো তোমার নিমন্ত্রণ

এই মেঘলা দিনে একলা

ঘরে থাকেনা তো মন

কাছে যাবো কবে পাবো

ওগো তোমার নিমন্ত্রণ

যূথীবনে ঐ হাওয়া

করে শুধু আসা যাওয়া

যূথীবনে ঐ হাওয়া

করে শুধু আসা যাওয়া

হায় হায়রে দিন যায়রে

ভরে আঁধারে ভুবন

কাছে যাবো কবে পাবো

ওগো তোমার নিমন্ত্রণ

এই মেঘলা দিনে একলা

ঘরে থাকেনা তো মন

কাছে যাবো কবে পাবো

ওগো তোমার নিমন্ত্রণ

শুধু ঝরে ঝরো ঝরো

আজ বারি সারাদিন

আজ যেন মেঘে মেঘে

হলো মন যে উদাসীন

শুধু ঝরে ঝরো ঝরো

আজ বারি সারাদিন

আজ যেন মেঘে মেঘে

হলো মন যে উদাসীন

আজ আমি ক্ষণে ক্ষণে

কি যে ভাবি আনমনে

আজ আমি ক্ষণে ক্ষণে

কি যে ভাবি আনমনে

তুমি আসবে ওগো হাসবে

কবে হবে সে মিলন

কাছে যাবো কবে পাবো

ওগো তোমার নিমন্ত্রণ

এই মেঘলা দিনে একলা

ঘরে থাকেনা তো মন

কাছে যাবো কবে পাবো

ওগো তোমার নিমন্ত্রণ

 

পরিচিতিঃ এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন।

 

গান – এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন

লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

কণ্ঠশিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়

সুরকার: হেমন্ত মুখোপাধ্যায়

ছায়াছবি: শেষ পর্যন্ত

গৌরীপ্রসন্ন মজুমদার এর কিছু জনপ্রিয় গানঃ

তুমি না হয় রহিতে কাছে

আমার গানের স্বরলিপি

গানে মোর ইন্দ্রধনু

মাগো, ভাবনা কেন, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে

ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে

এই সুন্দর স্বর্ণালি সন্ধ্যায়, এ কী বন্ধনে জড়ালে গো বন্ধু

এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন

কেন দূরে থাকো শুধু আড়াল রাখো কে তুমি কে তুমি আমায় ডাকো

এই পথ যদি না শেষ হয়

আমার স্বপ্নে দেখা রাজকন্যা

কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই

শোন একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কন্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রণি… বাংলাদেশ, আমার বাংলাদেশ

প্রেম একবার এসেছিল নীরবে

এমন দিন আসতে পারে

আমি যামিনী তুমি শশী হে

কী আশায় বাঁধি খেলাঘর

তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা

ও মালিক সারাজীবন কাঁদালে

অলির কথা শুনে বকুল হাসে

এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে

নীড় ছোট আকাশ তো বড়

এমন আরও বাংলা গানের পরতে চাইলে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন contentlyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *