তুমি আমার আত্মার আত্মীয়
ছাইড়া যদি যাওরে বন্ধু
ছাইড়া যদি যাওরে বন্ধু
ডুবিয়া মরিবো
ও জলে ডুবিয়া মরিবো
তুমি আমার আত্মারও আত্মীয়
সোনা বন্ধুরে
তুমি মরতে গেলেও আমায় সঙ্গে নিও
ও সোনা বন্ধুরে
তুমি মরতে গেলেও আমায় সঙ্গে নিও
সোনা বন্ধুরে
সুখের সময় না রাখলেও
দুঃখেতে রাখিয়
লোক সমাজে লজ্জা পাইলে
গোপনে প্রেম দিয় !!
সোনা বন্ধুরে
সুখের সময় না রাখলেও
দুঃখেতে রাখিয়
লোক সমাজে লজ্জা পাইলে
গোপনে প্রেম দিয় !!
মন জানালায় উঁকি দিয়
দেখার স্বাধ মিঠাইয়ও
তুমি আমার আত্মারও আত্মীয়
সোনা বন্ধুরে
তুমি মরতে গেলেও আমায় সঙ্গে নিও
ও সোনা বন্ধুরে
তুমি মরতে গেলেও আমায় সঙ্গে নিও
সোনা বন্ধুরে
ঘর ছাড়াইয়া বাইরে নিলে
মরিবো পরাণে
ভিন্ন লোকের ভিন্ন কথা
শুনতে হবে কানে !!
সোনা বন্ধুরে
ঘর ছাড়াইয়া বাইরে নিলে
মরিবো পরাণে
ভিন্ন লোকের ভিন্ন কথা
শুনতে হবে কানে !!
কূল কলংকের ভয় মনে
ভুলিয়া না যাইও ।।
তুমি আমার আত্মারও আত্মীয়
সোনা বন্ধুরে
তুমি মরতে গেলেও আমায় সঙ্গে নিও
ও সোনা বন্ধুরে
তুমি মরতে গেলেও আমায় সঙ্গে নিও
সোনা বন্ধুরে
মন পোড়াসনা চিতানলে
পাগল মোস্তাক কয়
সুখ পাইলে পোড়াও বন্ধু
মনে যতো লয় !!
সোনা বন্ধুরে
মন পোড়াসনা চিতানলে
পাগল মোস্তাক কয়
সুখ পাইলে পোড়াও বন্ধু
মনে যতো লয় !!
তুমি আমার শেষ আশ্রয়
জানিয়া রাখিও
তুমি আমার আত্মারও আত্মীয়
সোনা বন্ধুরে
তুমি মরতে গেলেও আমায় সঙ্গে নিও
ও সোনা বন্ধুরে
তুমি মরতে গেলেও আমায় সঙ্গে নিও