প্রকৃত জল খুঁজে ব্যাড়াই

শিরোনামঃ প্রকৃত জল

কন্ঠঃ অর্ণব

কথাঃ রাজীব আশরাফ

সুরঃ অর্ণব

বাঁশিঃ জুবায়ের

অ্যালবামঃ হোক কলরব

——————————

প্রকৃত জল খুঁজে ব্যাড়াই

জলজ বৃক্ষের মতো

শয়নকক্ষে জড়িয়ে থাকা ওতপ্রোত

জানলা তুমি আকাশ দ্যাখাও

আমরা কজন অথবা একাও

জানলা তুমি আকাশ দ্যাখাও

ঘুম ফুরাবার স্বপ্ন দ্যাখাও

নীলের ভেতর নীল তার চেয়ে নীল

চিত্রকল্পের ডানা মেলা চিল।

প্রকৃত জল খুঁজে ব্যাড়াই, প্রহরীর মতো

চোখে নিয়ে পাখি না হবার ক্ষত

গাংচিল তুমি ধ্রুবক শেখাও

আমরা কজন অথবা একাও

তারচেয়ে ভালো গত জন্মের ঘুম

শালিখ কুড়িয়ে কাটে এই মৌসুম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *