মেঘ ঝড়ে ঝড়ে বৃষ্টি নামে,

ভালবাসা মেঘ
কথা: জিয়া/কাঠুরিয়া
সুর : জিয়া


মেঘ ঝড়ে ঝড়ে বৃষ্টি নামে,

বৃষ্টির নাম জল হয়ে যায়

জল উড়ে উড়ে আকাশের গায়ে

ভালবাসা নিয়ে বৃষ্টি সাজায়


ইচ্ছে গুলো ভবঘুরে হয়ে, চেনা অচেনা হিসেব মেলায়

ভালবাসা তাই ভিজে একাকার, ভেজা মন থাকে রোদের আশায়


ইচ্ছে হলে ভালবাসিস, না হয় থাকিস

যেমন থাকে স্নিগ্ধ গাংচিল।


চুপি চুপি রোদ, উঁচু নীচু মেঘ, সারি সারি গাড়ি

দূরে দূরে বাড়ি……

নিভু নিভু আলো, চুপ চাপ সব কনকনে শীত

ছম ছমে ভয়……

সংলাপ সব পড়ে থাক, বৃষ্টিতে মন ভিজে যাক

ভালবাসা মেঘ হয়ে যাক।


ঘুরে ঘুরে যদি, দূরে দূরে তবু মেঘে মেঘে থাক ভালবাসা

ইচ্ছে হলে ভালবাসিস, না হয় থাকিস

যেমন থাকে স্নিগ্ধ গাংচিল।


মেঘ ঝড়ে ঝড়ে …… জল উড়ে উড়ে …..

ভালবাসা তাই …… ভেজা মন থাক …..


ঝিরি ঝিরি হাওয়া কৃষ্ণচূড়ায়, লাল লাল ফুলে,

ছুটে ছুটে চলা ……

আধো আলো ছায়া, গুণ গুণ গাওয়া

পুরনো দিনের গল্প বলা ……

সংলাপ সব পড়ে থাকে, বৃষ্টিতে মন ভিজে যাক

ভালবাসা মেঘ হয়ে থাক।


ঘরে ফেরা পথে, নিরবে নিভৃতে মেঘে মেঘে থাক ভালবাসা

ইচ্ছে হলে ভালবাসিস, না হয় থাকিস

যেমন থাকে স্নিগ্ধ গাংচিল।

সেই রাতে রাত ছিল পূর্ণিমা


সেই রাতে রাত ছিল পূর্ণিমা

রঙ ছিল ফাল্গুনি হাওয়াতে

সব ভালো লাগছিল চন্দ্রিমায়

খুব কাছে তোমাকে পাওয়াতে।।


মন খুশি উর্বশী সেই রাতে

সুর ছিল গান ছিল এই প্রাণে

ঐ দুটি হাত ছিল এই হাতে

কি কথা বলছিলে মন জানে

সব ভালো লাগছিল তুমি ছিলে তাই

মন ছিল মনেরই ছায়াতে।।


রাত আসে রাত চলে যায় দূরে

সেই স্মৃতি ভুলতে কি আজ পারি

পুরানো দিন আছে মন জুড়ে

ভালোবাসা হয়েছে ভিখারী

ধূপকাঠি মন জ্বলে একা একা তাই

সেই তুমি নেই তুমি নেই সাথে।।

2 thoughts on “মেঘ ঝড়ে ঝড়ে বৃষ্টি নামে,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *