যে জন প্রেমের ভাব যানেনা…

তার সঙ্গে নাই লেনাদেনা

খাটি সোনা ছাড়িয়া

যে নেয় নকল সোনা

সে যন সোনা চেনে না

খাটি সোনা ছাড়িয়া

যে নেয় নকল সোনা

সে যন সোনা চেনে না

যে জন প্রেমের ভাব যানেনা

তার সঙ্গে নাই লেনাদেনা

খাটি সোনা ছাড়িয়া

যে নেয় নকল সোনা

সে যন সোনা চেনেনা

খাটি সোনা ছাড়িয়া

যে নেয় নকল সোনা

সে যন সোনা চেনেনা

কুটা কাটায় মানিক পাইলরে..

কুটা কাটায় মানিক পাইলরে

অতল পানিত ফেলিয়া দিলরে

সাত রাজার ধন মানিক হারাইয়া

ওভাই সাত রাজার ধন মানিক হারাইয়া

কুটা কাটায় মন যে মানেনা

সেজন মানিক চেনেনা

যেজন প্রেমের ভাব যানেনা….

তার সঙ্গে নাই লেনাদেনা

খাটি সোনা ছাড়িয়া

যে নেয় নকল সোনা

সে যন সোনা চেনেনা

খাটি সোনা ছাড়িয়া

যে নেয় নকল সোনা

সে যন সোনা চেনেনা

ওই পিপড়ে বোঝে চিনির দাম…

ওই পিপড়ে বোঝে চিনির দাম

ও বানিয়া চেনে সোনা

মাটির প্রেমের মূল্য কে যানে

ওভাই মাটির প্রেমের মূল্য কেযানে

ধরায় আছে কয়জনা

ধরায় আছে কয়জনা

যেজন মানিক চেনেনা

যেজন প্রেমের ভাব যানেনা

তার সঙ্গে নাই লেনাদেনা

খাটি সোনা ছাড়িয়া যেনেয়

নকল সোনা

সে যন সোনা চেনেনা

খাটি সোনা ছাড়িয়া যেনেয়

নকল সোনা

সে যন সোনা চেনেনা

উল্লুকেরে ও থাকিতেরে নয়ন,,,,,

উল্লুকেরে ও থাকিতে রে নয়ন

না দেখে সে রবির ও কিরন

কি কবো দুঃসকের ও কথা

ও হায়রে কি কবো দুঃসকের ও কথা

যে জন ভাব জানে না

যেজন মানিক চেনেনা

যে জন প্রেমের ভাব যানেনা…

তার সঙ্গে নাই লেনাদেনা

খাটি সোনা ছাড়িয়া

যে নেয় নকল সোনা

সে যন সোনা চেনে না

খাটি সোনা ছাড়িয়া

যে নেয় নকল সোনা

সে যন সোনা চেনে না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *