আমি তোর আলতা চুড়ি না
আমি তোর আলতা চুড়ি না
হাতে পায়ে পরিস না
আমি তোর চুলের ফিতা না
আমাকে বেণি বাঁধিস না
আমি তোর আলতা চুড়ি না
হাতে পায়ে পরিস না
আমি তোর চুলের ফিতা না
আমাকে বেণি বাঁধিস না
ওরে ভালই যদি বাসিস আমায়
বেঁধে নে তোর মনে
প্রেম যমুনায় ডুবে মরবো
তবেই রে তোর সনে
আমি তোর আলতা চুড়ি না
হাতে পায়ে পরিস না
আমি তোর চুলের ফিতা না
আমাকে বেণি বাঁধিস না
আমি তোর বাগানের ফুল না
আমাকে খোঁপায় গুঁজিস না
আমি তোর মান অভিমান না
আমাকে ভুল বুঝিস না
মান অভিমান করিস যদি
মিলবে না মন মনে
জীবন নদী পাড়ি দেয়া
হবে না তোর সনে
আমি তোর আলতা চুড়ি না
হাতে পায়ে পরিস না
আমি তোর চুলের ফিতা না
আমাকে বেণি বাঁধিস না
আমি তোর সাজের আরশি না
আমার ভেতর তোকে দেখিস না
আমি তোর ইচ্ছে কলম না
আমায় দিয়ে তোকে লেখিস না
লিখতে চাস হৃদয়ে
লেখিস ভাবের ক্ষণে
ভাব সাগরে উঠবে জোয়ার
তবেই রে তোর সনে
আমি তোর আলতা চুড়ি না
হাতে পায়ে পরিস না
আমি তোর চুলের ফিতা না
আমাকে বেণি বাঁধিস না
আমি তোর আলতা চুড়ি না
হাতে পায়ে পরিস না
আমি তোর চুলের ফিতা না
আমাকে বেণি বাঁধিস না