“তুমি কাছে এলে”: নাগ নাগিনীর প্রেমের এক অমর গানের গল্প

নাগ নাগিনীর প্রেম। "তুমি কাছে এলে, শীতল অঙ্গ গরম হয়ে যায়... তুমি দূরে গেলে, আমার এ মন করে হায় হায়..."

🎵 গান: “তুমি কাছে এলে”
🎬 চলচ্চিত্র: নাগ নাগিনীর প্রেম
🎤 শিল্পী: অনিরুদ্ধ ভৌমিক
🎼 সুরকার: আনোয়ার জাহান নান্টু

গানের লিরিক্স (সাজানো ও ফরম্যাটেড):
[পরিচিতি]
তুমি কাছে এলে, শীতল অঙ্গ গরম হয়ে যায়,
তুমি দূরে গেলে, আমার এ মন করে হায় হায়…

[স্তবক ১]
তুমি আমার মনের সোনার খাঁচার সোনার পাখি গো,
আমি হিরা মানিক হয়ে তোমার গলায় জরাবো…
রূপের ঝলকে, চোখের পলকে, তোমায় জড়াবো বাহুতে,
মনের পানে উঠেছে ঝর হায়, ধেয়ে আসে রূপসী ডুবে যায়…

[স্তবক ২]
তুমি আমার এই মাথারই মনি, তোমায় আমি বড় ভালোবাসি,
আমি তোমার আঁখিরই মনি, তোমার হাসি আমি ভালোবাসি…
সাজাবো যতনে কুসুম রতনে, প্রেমের ফাগুন এলো জীবনে,
মনের ঘোরে তোমাকে আদরে, মায়া ডোরে বেঁধে রাখবো রে…

[স্তবক ৩]
তোমার মনের ওই বাগিচায়, আমি আঙুর হয়ে মিষ্টি আদর দিব,
আমার মনের এই ফুলের ঘরে, তোমায় আমি মাতাল করে দিব…
খুশি খুশি জাগরে জাগরে, নেশা নেশা লাগরে লাগরে,
এখন আমি করি কী উপায়…

[আউট্রো]
তুমি কাছে এলে, শীতল অঙ্গ গরম হয়ে যায়,
তুমি দূরে গেলে, আমার এ মন করে হায় হায়…

গানটি সুনতে চাইলে নীচের ভিডিও তে ক্লিক করুন।তুমি কাছে এলে

আরও নিত্য নতুন গানের লিরিক্স দেখতে চাইলে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন contentlyrics.

One thought on ““তুমি কাছে এলে”: নাগ নাগিনীর প্রেমের এক অমর গানের গল্প

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *