Adore Sohage Lyrics
Adore Sohage Lyrics
আমি আদরে সোহাগে রাগ খুলিয়ে দেবো
তোমার অভিমান চোখে ছড়িয়ে যাব
আমি আদরে সোহাগে রাঙলিয়ে দেবো
তোমার অভিমানী চোখে ছড়িয়ে যাবো
গাল ভোলা ওই মুখ ছুড়ে দিলে বাড়ি সুখ
পায় না বাহারি
করো যতই আরে রাগ ভাঙ্গাতে পারি
করো যতই আরে ভাব জমাতে পারি
আহা আহা
বৃষ্টি ভেজালে আমাকে জড়ালে
চলো রাশি ধুয়ে গেল পাশে
গেলে হাওয়া তলমে এরূপে ছুঁয়েছি লুকা
খুবই সহজে অল্প আয় গো
ভালোবেসে রাগ শেষে ধরা দেই আমি
করো যতই আরে রাগ ভাঙ্গাতে পারি
করো যতই আরে ভাব জামাতে পারি
করো যতই আড়ি রাগ ভাঙ্গাতে পারি
করো যতই আরে ভাব জমাতে পারি
আহা আহা