একটুখানি মন – লিরিক্স, অর্থ ও বিশ্লেষণ | দাগি সিনেমার Heart-touching গান ২০২৫
একটুখানি মন – ফুল লিরিক্স তোমার জন্য ফুল কুড়িয়ে নিলেসাথে খানিক ভুল কুড়িয়ে নিলেকাজল চোখে তাকিয়ে যদি হাসি। তোমায় ভেবে সন্ধ্যা নামে যদিচোখের কোলে কান্না জমায় নদীসব অভিমান ভুলে ফিরে আসি। আমায় ছেড়ে কোথায় যাবে তুমিবলবে কে আর এমন করে ভালোবাসি। আমায় দিও একটুখানি ছুঁয়েআমায় দিও একটুখানি মন এই জনমের জন্ম মৃত্যু জানেতুমি ছাড়া শূন্য […]