Gulbahar

লাল বাজারে গলির মোড়ে
পান দোকানের খরিদ্দার
বাকের আলীর আদুরে মেয়ে
নাম ছিল তার গুলবাহার
লাল বাজারে গলির মোড়ে
পান দোকানের খরিদ্দার
বাকের আলীর আদুরে মেয়ে
নাম ছিল তার গুলবাহার।
নাম ছিল তার গুলবাহার
দেখতে ভারী চমৎকার।
তুলনা যে হয় না তার
হোসনে আরা গুলবাহার
বাকের আলীর আদুরে মেয়ে
নাম ছিল তার গুলবাহার!
চালাক চতুর ভঙিমাখা
কারসাজি তার বেজায় খুব
নাস্তানাবুদ হয়ে শেষে
প্রেম দরিয়ায় দিলাম ডুব
চালাক চতুর ভঙিমাখা
কারসাজি তার বেজায় খুব
নাস্তানাবুদ হয়ে শেষে
প্রেম দরিয়ায় দিলাম ডুব
দরখাস্ত আদান প্রদান
আদর সোহাগ
রাগ অভিমান
দরখাস্ত আদান প্রদান
আদর সোহাগ
রাগ অভিমান
পথেঘাটে ইনতেজার!!
হোসনে আরা গুলবাহার!!
মুসাফিরি দিশেহারা
বান্ধা প্রেমের কাফেলায়
কেচ্ছা গজল মেহফিলে
হাঙ্গামা মাতে জলসায়
মুসাফিরি দিশেহারা
বান্ধা প্রেমের কাফেলায়
কেচ্ছা গজল মেহফিলে
হাঙ্গামা মাতে জলসায়
হঠাৎ একদিন গায়েব হয়ে
ঘায়েল করে এ আমারে
করল প্রেমের ইশতাহার!!
হোসনে আরা গুলবাহার।
খোশমেজাজি মন তাহার!
নাজির হলো ঘুম আমার!
গুলবাহার……
নাম ছিল তার গুলবাহার
দেখতে ভারী চমৎকার।
তুলনা যে হয় না তার
হোসনে আরা গুলবাহার
বাকের আলীর আদুরে মেয়ে
নাম ছিল তার গুলবাহার!!
Gulbahar শুনতে চাইলে নীচে দেওয়া ভিডিও দেখুন।
আরও গানের লিরিক্স পরতে চাইলে আমাদের ওয়েবসাইট Contentlyrics ভিজিট করুন।