Didha Lyrics
জানিনা কি করে
তুমি এসে হৃদয়ে
খুলে দিলে সব জানালা
তোমারি উষ্ণ হাতে
তোমার পথে আমি দাঁড়িয়ে থাকি
একটু সময় করে কি
নিয়ে যাবে আমাকে
কাটে রাত চারদিন অপেক্ষায়
দরজা খোলা মনে
কোন সাগরে মন ডুবে যায়
তীরের দেখা পাবে কি হৃদয়
কখনো রোদ তুমি কখনো যোচো না
তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না
কখনো বুঝি তোমায় কখনো বুঝিনা
তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না
বিধা ভুলে আসবে তুমি কবে
ধরবে দুটি হাত সব অতীত মুছে যাবে
আশা নিয়ে বেঁচে রব দিন শেষে
সব সুখেরই ঠিকানা হবে আমাদের ঘরে
কাটে রাত চারদিন অপেক্ষায়
দরজা খোলা মনে
কোন সাগরে মন ডুবে যায়
তীরের দেখা পাবে কি হৃদয়
কখনো রোদ তুমি কখনো যোচো না
তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না
কখনো বুঝি তোমায় কখনো বুঝিনা
তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না